তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন।
|
|
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ; এবং
যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক; এবং
যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠিত হইবে; এবং
যেহেতু সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
|
|
সূচী |
|
ধারাসমূহ |
|
|
প্রথম অধ্যায়
প্রারম্ভিক |
১৷ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন |
২৷ সংজ্ঞা |
৩৷ আইনের প্রাধান্য |
দ্বিতীয় অধ্যায়
তথ্য অধিকার, তথ্য সংরক্ষণ, প্রকাশ ও প্রাপ্তি |
৪৷ তথ্য অধিকার |
৫৷ তথ্য সংরক্ষণ |
৬৷ তথ্য প্রকাশ |
৭৷ কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয় |
৮৷ তথ্য প্রাপ্তির অনুরোধ |
৯৷ তথ্য প্রদান পদ্ধতি |
তৃতীয় অধ্যায়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১০৷ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
চতুর্থ অধ্যায়
তথ্য কমিশন প্রতিষ্ঠা, ইত্যাদি |
১১৷ তথ্য কমিশন প্রতিষ্ঠা |
১২৷ তথ্য কমিশন গঠন |
১৩৷ তথ্য কমিশনের ক্ষমতা ও কার্যাবলী |
১৪৷ বাছাই কমিটি |
১৫৷ প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, ইত্যাদি |
১৬৷ প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের অপসারণ |
১৭৷ তথ্য কমিশনারগণের পদমর্যাদা, পারিশ্রমিক ও সুবিধাদি |
১৮৷ তথ্য কমিশনের সভা |
পঞ্চম অধ্যায়
তথ্য কমিশনের আর্থিক বিষয়াদি |
১৯৷ তথ্য কমিশন তহবিল |
২০৷ বাজেট |
২১৷ তথ্য কমিশনের আর্থিক স্বাধীনতা |
২২৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা |
ষষ্ঠ অধ্যায়
তথ্য কমিশনের কর্মকর্তা ও কর্মচারী |
২৩৷ তথ্য কমিশনের সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী |
সপ্তম অধ্যায়
আপীল, অভিযোগ, ইত্যাদি |
২৪৷ আপীল, নিস্পত্তি ইত্যাদি |
২৫৷ অভিযোগ দায়ের, নিস্পত্তি ইত্যাদি |
২৬৷ প্রতিনিধিত্ব |
২৭৷ জরিমানা, ইত্যাদি |
২৮৷ Limitation Act, 1908এর প্রয়োগ |
২৯৷ মামলা দায়েরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা |
অষ্টম অধ্যায়
বিবিধ |
৩০৷ তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন |
৩১৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ |
৩২। কতিপয় সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নহে |
৩৩৷ বিধি প্রণয়ন ক্ষমতা |
৩৪৷ প্রবিধান প্রণয়ন ক্ষমতা |
৩৫৷ অস্পষ্টতা দূরীকরণ |
৩৬৷ ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ |
৩৭। রহিতকরণ ও হেফাজত |